Crime News tv 24
ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

শিশুকে খাওয়ার প্রলোভন দেখিয়ে অশালীন আচারণের অভিযোগে দোকানদার গ্রেফতার।

Link Copied!

বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাইকপাড়া এলাকায় ৫ বছরের এক শিশু কন্যার সঙ্গে অশালীন ও অশোভন আচরণের অভিযোগে মো. আফজাল শেখ (৬৫) নামের এক মুদি দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩০ জুলাই) ২০২৫ দুপুরে তাকে পাইকপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আফজাল শেখ ওই এলাকার মৃত সাখাওয়াত হোসেন ওরফে সাকা শেখের ছেলে।

পুলিশ ও শিশুটির পরিবারের সূত্রে জানা যায়,গত মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে শিশুটি পাশের বাড়িতে এক শিশুসহ খেলা করছিল। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় শিশুটির মা খুঁজতে বের হন।

পাইকপাড়া বাজারের একটি মুদি দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় তিনি ভেতর থেকে মেয়ের কান্নার শব্দ শুনতে পান। দ্রুত দোকানে ঢুকে মেয়েকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।

পরে শিশুটি জানায়, দোকানদার আফজাল শেখ তাকে চকলেটসহ বিভিন্ন খাবারের লোভ দেখিয়ে দোকানের ভেতরে ডেকে নেয় এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, এক শিশুর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে অভিযুক্ত দোকানদারকে গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ১০ ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।