Crime News tv 24
ঢাকারবিবার , ২৭ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

জেলা ৩ এর গর্ভণরকে এপেক্স ক্লাব অব পটিয়ার ছয় মাসের কার্যক্রমের ডকুমেন্টস হস্তান্তর।

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-
জুলাই ২৭, ২০২৫ ১১:১৯ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ডিস্ট্রিক্ট ৩ এর অন্যতম ক্লাব এপেক্স ক্লাব অব পটিয়ার জানুয়ারী ২০২৫ হতে জুন ২০২৫ পর্যন্ত সেবা কার্যক্রম ছয় মাসের ডকুমেন্টস গতকাল ২৫ জুলাই জেলা ৩ এর গভর্নর এপে.সৈয়দ মিয়া হাসানের হাতে তুলে দেন এপেক্স ক্লাব অব পটিয়ার প্রেসিডেন্ট এপে. আলমগীর আলম।

এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল এনইএস এপেক্স ক্লাব অব পটিয়ার ২০২৪ সালের প্রেসিডেন্ট এপে. লিয়াকত আলী, সাংবাদিক সেলিম চৌধুরী, এপেক্স ক্লাব অব পটিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. জসিম উদ্দিন, ডিস্ট্রিক্ট ৩ এর এডিটর এপে. মোহাম্মদ আবু সাইদ তালুকদার খোকন, পটিয়া ক্লাবের ট্রেজারার এপে. মোরশেদুর রেজা, ফ্লোর মেম্বার এপে. নাফিজ করিম চৌধুরী,এপে. আলী কদর জীবন প্রমুখ।
এ সময় ডিস্ট্রিক্ট গর্ভণর এপে. সৈয়দ মিয়া হাসান বলেন এপেক্স বাংলাদেশ এগিয়ে চলছে দূর্বার গতিতে এপেক্স ক্লাব অব পটিয়া সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে ব্যাপক অবদান রেখে চলছে যা সত্যি অসাধারণ। মানুষের সেবায় আরও বেশি বেশি কাজ করে সুন্দর ও দেশ গড়ার কাজে এগিয়ে আসতে সকলকে আন্তরিক ও দায়িত্বশীলতার মাধ্যমে সহযোগিতা করার আহবান জানাচ্ছি। আমি এপেক্স ক্লাব অব পটিয়ার সার্বিক সফলতা কামনা করছি।

২৭/০৭/২৫

From
Salim Chowdory
Patiya Corresponden
Chittagong
01819349442