আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ডিস্ট্রিক্ট ৩ এর অন্যতম ক্লাব এপেক্স ক্লাব অব পটিয়ার জানুয়ারী ২০২৫ হতে জুন ২০২৫ পর্যন্ত সেবা কার্যক্রম ছয় মাসের ডকুমেন্টস গতকাল ২৫ জুলাই জেলা ৩ এর গভর্নর এপে.সৈয়দ মিয়া হাসানের হাতে তুলে দেন এপেক্স ক্লাব অব পটিয়ার প্রেসিডেন্ট এপে. আলমগীর আলম।
এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল এনইএস এপেক্স ক্লাব অব পটিয়ার ২০২৪ সালের প্রেসিডেন্ট এপে. লিয়াকত আলী, সাংবাদিক সেলিম চৌধুরী, এপেক্স ক্লাব অব পটিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. জসিম উদ্দিন, ডিস্ট্রিক্ট ৩ এর এডিটর এপে. মোহাম্মদ আবু সাইদ তালুকদার খোকন, পটিয়া ক্লাবের ট্রেজারার এপে. মোরশেদুর রেজা, ফ্লোর মেম্বার এপে. নাফিজ করিম চৌধুরী,এপে. আলী কদর জীবন প্রমুখ।
এ সময় ডিস্ট্রিক্ট গর্ভণর এপে. সৈয়দ মিয়া হাসান বলেন এপেক্স বাংলাদেশ এগিয়ে চলছে দূর্বার গতিতে এপেক্স ক্লাব অব পটিয়া সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে ব্যাপক অবদান রেখে চলছে যা সত্যি অসাধারণ। মানুষের সেবায় আরও বেশি বেশি কাজ করে সুন্দর ও দেশ গড়ার কাজে এগিয়ে আসতে সকলকে আন্তরিক ও দায়িত্বশীলতার মাধ্যমে সহযোগিতা করার আহবান জানাচ্ছি। আমি এপেক্স ক্লাব অব পটিয়ার সার্বিক সফলতা কামনা করছি।
২৭/০৭/২৫
From
Salim Chowdory
Patiya Corresponden
Chittagong
01819349442