কুষ্টিয়া ২ (মিরপুর-ভেড়ামারা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী বলেছেন, দল আমাকে মনোনয়ন দিয়ে আমার ওপর যে আস্থা রেখেছে, জনগণ আমাকে বিজয়ী করে তার প্রতিদান দেবে। বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।মঙ্গলবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছত্রগাছা এলাকায় ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরীর নিজ বাসভবনে হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ায় তাৎক্ষণিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জাতীয়তাবাদী আদর্শের একটি প্রধান দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই দলটির মূল আদর্শগুলো হলো অর্থনৈতিক উন্নয়ন, গণতান্ত্রিক প্রক্রিয়া, বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে জাতীয় ঐক্য এবং জনগণের মধ্যে স্বনির্ভরতার চেতনা তৈরি করা। দলটির রাষ্ট্রনীতির চারটি মৌলিক আদর্শ হলো গণতন্ত্র, সর্বশক্তিমান আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস, জাতীয়তাবাদ এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার অর্থে সমাজতন্ত্র। তিনি বলেন, দীর্ঘদিন ধরে কুষ্টিয়া-২ আসনের জনগণ বিএনপির প্রতি অনুগত থেকেছে। জনগণের ভালোবাসা, বিশ্বাস ও প্রত্যাশা নিয়েই আমি মাঠে নেমেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমি জনগণের পাশে থাকতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ দল উল্লেখ করে তিনি বলেন, একটি দলে যতজন প্রার্থী থাকবে সবারই মনোনয়ন পাওয়ার আশা থাকে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, একটি দলকে যখন মনোনয়ন দেয়া হয় তখন সত্যি খুশীর ব্যাপার। গতকালকে যখন কুষ্টিয়া-২ আসনে আমাকে মনোনয়ন দেওয়া হয় এটা আপনাদের পাওনা। একই সাথে মনে রাখবেন, তারেক রহমানকে শ্রদ্ধা জানিয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। তিনি আরও বলেন, আমার বাবা আবদুর রউফ চৌধুরী ছিলেন এই অঞ্চলের জনগণের প্রিয় নেতা। তার আদর্শ নিয়ে আমি রাজনীতি করছি। আমি দীর্ঘদিন ধরে বলে আসছি দল যাকে মনোনয়ন দেবে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ কর্মী হিসেবে নয়, আপনার গ্রামে সুন্দর আনুষ্ঠানিক ভাবে, ভদ্র ভাবে ধানের শীষে ভোট দিতে জনগনকে অনুরোধ করতে হবে। একসাথে দলের সিনিয়র নেতাকর্মীদের সাথে পরামর্শ নিয়ে মানুষের সমস্যা নিয়ে কথা বলতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। বিএনপি ঐক্যবদ্ধ উল্লেখ করে তিনি আরও বলেন, আমাদের একসাথে কাজ করতে হবে। আজকের এ মনোনয়ন শুধু আমার একার নয়, জাতীয়তাবাদী আদর্শের দলের প্রত্যেক নেতাকর্মীদের। আমি ব্যাক্তি রাগীব রউফ চৌধুরী মুখ্য নয় আমি ধানের শীষের প্রার্থী হিসেবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সবাই সবার জায়গা থেকে ধানের শীষের পক্ষে কাজ করতে অনুরোধ জানান। মিরপুর ভেড়ামারা উপজেলার প্রয়াত বিএনপি নেতাদের রুহের মাগফেরাত কামনা করেন তিনি। এরআগে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। উপজেলার বিভিন্ন এলাকার দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনী প্রস্তুতি বিষয়ে নির্দেশনা দেন তিনি।

