Crime News tv 24
ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পূবাইলে ভক্ত সেবায় নলকূপ স্থাপনের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থার উদ্যোগ।

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি):-
নভেম্বর ৫, ২০২৫ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

মানবজীবন ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী জীবনকে মহতি কর্মের মাধ্যমে চিরস্থায়ী করা প্রতিটি মানবের কর্তব্য । আর মানব কল্যাণে জীবনকে উৎসর্গ করার মত এমন মহৎ কর্ম আর নেই।

তারই ধারাবাহিকতায় মানব সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন গাজীপুর মহানগরের অন্তর্গত পূবাইল থানার ৪২ নং ওয়ার্ডের বানিয়াবাড়ী গ্রামের কৃতি সন্তান, ভাদুন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক, যুগ্ম সাধারণ সম্পাদক ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি, পূবাইল থানার সনাতনী সম্প্রদায়ের গর্ব বাবু শ্রী চরণ দাস(মাস্টার)। তিনি ভাদুন শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরে সাবমারসিবল স্থাপনের মধ্য দিয়ে তিনি এই মহতী কর্মযজ্ঞ শুরু করেন।এরপর তিনি পর্যায়ক্রমে বিভিন্ন মন্দিরে ভিত্তি প্রস্তর স্থাপন সহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকেন। যার মধ্যে উল্লেখযোগ্য ডেমরপাড়া শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে টাইলসের ব্যবস্থা, পূবাইল স্টেশন সংলগ্ন শ্রী শ্রী দুর্গা ও কালী মন্দিরে সাবমারসিবল স্থাপন, নারায়নকুল শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে সাবমারসিবল স্থাপন, দক্ষিণ পানজোড়া শ্রী শ্রী লোকনাথ বাবার আশ্রম ও শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের ভিত্তি প্রস্তর ও সাবমারসিবল স্থাপন, সমরসিং শ্রী শ্রী মহাশ্মশানে সাবমারসিবল স্থাপন, গুজাইন শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে সাবমারসিবল স্থাপন, বিন্দান শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের নাট মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন।

এ ছাড়াও বানিয়াবাড়ি শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে জমিদাতা হিসেবে ১/২ কাঠা জমি ক্রয় করাসহ উক্ত মন্দিরের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। তিনি প্রত্যাশা করেন জীবনের বাকি সময় এই মহতি কর্মের ধারা অব্যাহত রাখবেন। তাই তিনি সকল সাধু গুরু বৈষ্ণব এর নিকট আশীর্বাদ কামনা করেন যেন সকলের আশীর্বাদ এবং ঈশ্বরের কৃপায় এমন মহতী কর্মের ধারা অব্যাহত রাখতে পারেন।

আর এই মহতি কর্মে সহায়তা করেছেন বানিয়াবাড়ী গ্রামের পরম ভক্ত বাবু রাম চন্দ্র দাস, ডেমর পাড়া গ্রামের জমিদাতা সদস্য এবং সহ-সভাপতি ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি বাবু গুরুপদ সরকার, ৪২নং ওয়ার্ড পূজা উদযাপন পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক বাবু উত্তম কুমার দাস, হারবাইদ বাজারপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি বাবুর রাম মোহন বর্মনসহ আরো অনেক ভক্তবৃন্দ।