আসান্ন জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে রামপালে ধানের শীষের এক প্রচার মিছিল বের করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৫ টায় উপজেলার ফয়লাহাটে এ প্রচার মিছিল বের করা হয়।
প্রচার মিছিলের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। প্রচার মিছিল শেষে ফয়লাহাট বাসস্টান্ড চত্তরে প্রধান অথিতির বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও বাগেরহাট-২ আসনের মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশব্যাপী সংসদ সদস্য পদপ্রার্থী ঘোষণা করা হয়েছে। হাইকোর্টে আসন সংক্রান্ত বিষয়ের নিষ্পত্তির মামলা থাকায় বাগেরহাটে কোন প্রার্থীতা ঘোষণা করা হয়নি। দল যাকে মনোনয়ন দিবে আমরা সম্মিলিতভাবে তার সাথে থাকবো। তিনি নেতাকর্মীদের স্মরণ করিয়ে দেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই বিখ্যাত উক্তি ‘ব্যাক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ’। সুতারং দেশের সেবায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে হবে। এ সকলের সহযোগীতা কামনা করেন। অনুষ্ঠান বিপুল সংখ্যক নেতাকর্মী পথ সভায় উপস্থিত ছিলেন।

