চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শরিফুজ্জামান শরীফের উপস্থিতিতে আলমডাঙ্গা থানার খাসকররা ইউনিয়নে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ এ জুন ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।
সভায় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক প্রস্তুতি, অভ্যন্তরীণ ঐক্য এবং শক্তিশালী ভূমিকার বিষয়ে আলোচনা হয়। শরিফুজ্জামান শরীফ সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “দলের মধ্যে যেন কোন বিভেদ না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচন হবে আমাদের জন্য চ্যালেঞ্জ এবং সম্ভাবনার সময়।”
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খাসকররা ইউনিয়ন শাখার সভাপতি আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মাস্টার এবং সিনিয়র সহ-সভাপতি আব্দুস সাত্তার কৃষক দলের সভাপতি ফরজ উদ্দিন মেম্বার।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা কাজী পিন্টু যুবদলের সম্মানিত সভাপতি সাফায়েত হোসেন সাফা ছাত্রদলের সম্মানিত সভাপতি নাসিম পারভেজ ও সাধারণ সম্পাদক রমজান আলী স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি আলমগীর হোসেন সহ সকল ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় নেতাকর্মীরা দলের করণীয় ও সাংগঠনিক বিষয় নিয়ে প্রশ্ন করেন এবং খোলামেলা আলোচনা করেন।
সভা শেষে দলীয় ঐক্য এবং সক্রিয় ভূমিকার মাধ্যমে ইউনিয়ন পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।