আবহমান গ্রাম বাংলার উৎসব বৈশাখী মেলা ১৪৩২ বঙ্গাব্দ | রাণীশংকল বাসীর প্রাণের মেলা বৈশাখী মেলা। নগরায়ণে আগ্রাশনে মানুষের যান্ত্রিকতায় লোকজ সংস্কৃতি ও আচার অনুষ্ঠান যখন হ্রাস পাচ্ছে,সেখানে এই মেলা বাঙালী সংস্কৃতি ঐতিহ্য রক্ষা করে চলেছে। ৩২ বছর পর পার করা এই মেলা তাই মানুষের জীবনের বর্ণিল প্রতিচ্ছবি। এই মেলা অত্র এলাকার হ্যালো হ্যালো মানুষের জন্য শুধু আনন্দ বয়ে আনেনা,বয়ে আনে সম্প্রীতিও ভ্রাতৃত্বের এক অনন্য সুযোগ। জাতি ধর্ম,বর্ন নিবিশেষে সকলের এক মহামিলন মেলা অনুষ্ঠিত হয়।
রেজাউল ইসলাম বাবু ও হাবিবের সঞ্চালনায় ৬ষ্ঠ দিনে কোন সঙ্গীত পরিবেশন করেন রানীশংকৈল ষড়জ শিল্পীগোষ্ঠি। বাংগালী সংস্কৃতিকে যারা পরিপুষ্ট করেছেন সেইসব মাটির মহা নায়ক হাসান রাজা, লালন ফকির, শাহ আব্দুল করিম,আব্বাস উদ্দীনের গান সহ জীবন ভিত্তিক আঞ্চলিক গান পরিবেশন করেন শিল্পি সেলিম উল্লাহ, মুনসুরা কাজল,বিমান বসাক,কবিনাত,তহিদুল ইসলাম,প্রেমা,শিখা,ও গোষ্ঠির অন্যান্য শিল্পীরা।
এসময় শিল্পীগোষ্টির ফেরদৌস বাহার উপস্থিত ছিলেন।