Crime News tv 24
ঢাকাশুক্রবার , ৯ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে বিভিন্ন চায়না দুয়ারি জাল কারখানায় অভিযান ও পুড়িয়ে ধ্বংস।

স্টাফ রিপোর্টার
মে ৯, ২০২৫ ১২:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

পাবনা ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে আনুমানিক আট লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:সানাউল মোর্শেদ ও সিনিয়র মৎস্য অফিসার সুজিত কুমার মুন্সী।

বৃহাস্প্রতিবার ( ৮ মে ) সকাল ১২.০০ টার দিকে ফরিদপুর ডেমরা এলাকায় এক গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন কারখানায় অভিযান পরিচলনা করেন।অভিযান কালে কারখানার মালিকরা পালিয়ে যায় এবং মহিলা সহ প্রায় একশত থেকে দুইশত শ্রমিক জনতা পালিয়ে যায়।তাদের কাছে মালিকের নাম জানতে চাইলে, কেউ নাম বলতে অস্বিকার প্রকাশ করে।
জব্দ করা নিষিদ্ধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।যার আনুমানিক মূল্য ৮ (আট) লাখ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সানাউল মোর্শেদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজিত কুমার মুন্সী,উপজেলা ভূমি অফিসের নাজির মো: জমিরউদ্দীন এস আই নুর আলম,এস আই নাইম সহ পুলিশ প্রশাসন ও বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও সাংবাদিক বৃন্দ।

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সানাউল মোর্শেদ বলেন, এই ফরিদপুর উপজেলায় চায়না দুয়ারি জাল যেন বিস্তার লাভ করতে না পারে সেই দিকে আমরা অগ্রসর হচ্ছি এবং যেন শূন্য কোঠায় নামানো যায় সেই দিকে কাজ করছি।সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে সিনিয়র মৎস কর্মকর্তা বলেন,পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষা পেতে চায়না দুয়ারি জাল নিষিদ্ধ করেছে সরকার। ছোট মাছ রক্ষায় ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে এবং মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।