Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ৮ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ধানক্ষেতের পার্শ্বে থেকে জাহিদুল ইসলাম নামে এক বৃদ্ধার মৃত্যুদেহ উদ্ধার।

Link Copied!

নওগাঁর ধামইরহাটে ধানক্ষেতের পাশে পড়ে থাকা অবস্থায় জাহিদুল ইসলাম (৫৭) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে ধামইরহাট থানা পুলিশ।..

বুধবার (৭ মে) দুপুরে উপজেলার আড়ানগর ইউনিয়নের কানাই কাশিম্বি এলাকায় ধানক্ষেতের পাশে জমির আইলের উপর পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয় বলে জানায় ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক।

নিহত ব্যক্তি আড়ানগর ইউনিয়নের কাজিপুর টিকরপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ফসলি জমির মাঠে হৃদ ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হতে পারে। তবে এ বিষয়ে প্রশাসনের সার্বিক সহযোগিতা চেয়েছেন তারা।

ধামইরহাট থানার ওসি আব্দুল মালেক জানন, স্থানীয় বাসিন্দারা ধানক্ষেতের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। এবং দুপুরে ঘটনাস্থল পরিদর্শনের মধ্য দিয়ে মরদেহটি উদ্ধারের মাধ্যমে বিকেলে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, নিহতের মৃত্যুর বিষয়ে এখনো সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নওগাঁ #