কুমিল্লা বুড়িচং উপজেলার ৯টি ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার বিএনপি’র দ্বিবার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়। এসময় জেলা ও মহানগর নেতৃবৃন্দের উপস্থিতিতে ময়নামতি ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠনের প্রক্রিয়া চূড়ান্ত হলেও ডেলিগেট উপস্থিতি আশঙ্কাজনক কম হওয়া আগামী ১১ মে পরবর্তী তারিখ নির্ধারন করে প্রধান অতিথি সভার কাজ সমাপ্ত করেন। এনিয়ে স্থানীয় নেতাকর্মী-সমর্থকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিএনপি’র স্থানীয় সুত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার অধীন ৯টি ইউনিয়ন বিএনপি’র গতকাল ৮ মে বৃহস্পতিবার ছিল দ্বি-বার্ষিক সন্মেলন। যথারিতি অন্যান্য ইউনিয়নের ন্যায় ময়নামতি ইউনিয়ন বিএনপি স্থানীয় ময়নামতি স্কুল মাঠে বিকেল ৪ টায় এই সন্মেলনের আয়োজন করে। এতে প্রধান অথিতি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম,উদ্বোধক ছিলেন কুমিল্লা মহানগর বিএনপি’র আহবায়ক উৎবাতুল বারী আবু। এছাড়াও জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে কাউন্সিলরদেও ভোটে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়ে দেখা দেয় বিপত্তি। এসময় নেতৃবৃন্দ একে একে উপস্থিত কাউন্সিলরদের সংখ্যা গণনা করে মোট ৪’শ ৫৯ কাউন্সিলরদেও মাঝে উপস্থিত পায় মাত্র ৪০ জন। যা শতকরা হিসেবে ১১.৪৭৫ জন। এঅবস্থায় অনেকটা বাধ্য হয়েই নেতৃবৃন্দ কমিটি ঘোষনা স্থগিত করে আগামী ১১ মে পরবর্তী কাউন্সিলের তারিখ ঘোষনা করেন। পাশাপাশি প্রধান অথিতি ওই দিন সকল নেতা-কর্মিসহ ডেলিগেটদের উপস্থিত থাকার জন্য স্থানীয় নেতা-কর্মীসহ ডেলিগেটদের নির্দেশ দেন। দায়িত্বশীল একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জানান, বিগত ১৬ বছর দলের জন্য ত্যাগ সহ হামলা মামলা,নির্যাতনের শিকার সমর্থকদের বাদ দিয়ে একটি স্বার্থান্বেষী মহলের পছন্দের কমিটি গঠনের বিষয়টি টের পেয়ে কাউন্সিলররা সন্মেলন বয়কট করেন।