আন্তর্জাতিক শ্রমিক দিবস গ্রামীণফোন বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ এর আয়োজনে সাবেক কর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচি, ১৫ বছরের বেশি সময় ধরে আটকে রাখা ৫% প্রাপ্য আদা forয়ের দাবিতে সোচ্চার আন্দোলন
ঢাকা, ১ মে ২০২৫ — আন্তর্জাতিক শ্রমিক দিবসে আজ জিপি হাউজের সামনে জড়ো হন প্রায় ৫০০ জন সাবেক কর্মী। রঙিন ও সৃজনশীল কর্মসূচির মধ্য দিয়ে তাঁরা পালন করেন দিনটি। তাদের একটিই স্লোগান—বঞ্চনার অবসান চাই, আইনগত প্রাপ্য ৫% জরিমানার টাকা ফেরত চাই, যা গ্রামীণফোন অবৈধভাবে ১৫ বছরেরও বেশি সময় ধরে আটকে রেখেছে।
শ্রমিকদের অধিকারকে সামনে রেখে আজকের এ কর্মসূচিতে ব্যাপক সংখ্যক নারী অংশগ্রহণ করেন। তাঁরা স্মরণ করেন ২৫শে ফেব্রুয়ারির সেই বিভীষিকাময় দিনকে, যখন শান্তিপূর্ণ আন্দোলনরত নারীসহ সাবেক কর্মীদের ওপর পুলিশ নির্মমভাবে হামলা চালায়।
“আজকের প্রতিবাদ শুধু টাকা ফেরতের জন্য নয়—এটা সম্মানের জন্য, অস্তিত্বের জন্য,” বললেন এক নারী আন্দোলনকারী। “এই প্রতিষ্ঠানকে আমরা তৈরি করেছি আমাদের শ্রম দিয়ে। আজ সেই প্রতিষ্ঠানই আমাদের প্রাপ্য কেড়ে নিচ্ছে।”
সকাল ১০টায় কর্মসূচি শুরু হয়। সাবেক কর্মীরা গানে, কবিতায় ও শক্তিশালী স্লোগানে জানান দেন তাঁদের ক্ষোভ ও আশা—আশা একটি ন্যায়বিচারপূর্ণ সমাধানের, যেখানে শ্রমিকদের অধিকারকে আর পদদলিত করা হবে না।
গ্রামীণফোনের এই ৫% জরিমানার অর্থ হাজার হাজার সাবেক কর্মীর ন্যায্য পাওনা। দীর্ঘ ১৫ বছর ধরে এই অর্থ আটকে রেখে প্রতিষ্ঠানটি দেখিয়ে দিয়েছে কর্পোরেট অন্যায় কেমন হয়। আজকের এই আন্দোলন রাজনীতি নয়, প্রতিশোধ নয়—এটা টিকে থাকার লড়াই, ন্যায়ের জন্য হৃদয়ের কান্না।
সাবেক কর্মীরা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, গণমাধ্যম এবং শ্রমিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন—এই লড়াইয়ে তাদের পাশে দাঁড়াতে। কারণ শ্রমিক যদি ন্যায্য পাওনা না পায়, তবে সেই সমাজে ন্যায়বিচারের কোনো মানে থাকে না।
যোগাযোগ:
আবু সাদাত মোঃ শোয়েব
আহ্বায়ক
গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ