Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ১ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিক-মালিকের সুসম্পর্কের হতে পারে একটি আধুনিক ও কল্যাণ রাষ্ট্রঃ ব্যারিস্টার নজরুল

Link Copied!

বিশ্ব মানবতার দূত হযরত মুহাম্মদ (সা.)এর ঘাম শুকানোর আগেই শ্রমিকের মূল্য পরিশোধের নির্দেশনা পালন করার আহ্বান জানান ঢাকা -১ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর এমপি প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ নজরুল ইসলাম। বৃহস্পতিবার (১লা মে)জামায়াতে ইসলামীর উদ্যোগে শ্রমজীবী মানুষের মধ্যে বোতলজাত পানি বিতরণ কর্মসূচি পালনকালে এ আহ্বান জানান ব্যারিস্টার নজরুল।

তিনি বলেন, কেবলমাত্র শ্রমিক-মালিকের সুসম্পর্কেই গড়ে ওঠতে পারে একটি আধুনিক ও কল্যাণ রাষ্ট্র।সেজন্য মালিকপক্ষকে বুঝতে হবে শ্রমিকেরা বাঁচলে তাদের শিল্প বাঁচবে, ব্যবসা বাঁচবে। আবার শ্রমিকদেরও বুঝতে হবে উদ্যোক্তা বা মালিক বাঁচলে তারা বাঁচবে। এ জন্য উভয়পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্যথায় দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হবে।


দুপুরে উপজেলা বিভিন্ন এলাকায় পথচারী, দিনমজুর, রিকশাচালক,খেটে খাওয়া মানুষ, বাসচালক থেকে শুরু করে সকল শ্রমজীবী মানুষের মাঝে বোতলজাত পানি বিতরণ করে জামায়াতে ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নবাবগঞ্জ শাখার সেক্রেটারী মোস্তাক আহমেদসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।