চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় ১লা- মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টার দিকে শ্রমিক ইউনিয়ন দামুড়হুদা থানা শাখা কার্যালয়ের আয়োজনে বাসস্ট্যান্ড চত্বর থেকে প্রথমে র্যালি বের হয় র্যালিটি উপজেলা শহরের সড়ক পরিদক্ষিণ শেষে পুনরায় বাসস্ট্যান্ড চত্বরে এসে শেষ হয়, র্যালি শেষে কৃর্ষি ব্যাংকের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দিবসের ইতিহাস নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন।
শ্রমিক নেতা জহুরুল ইসলাম ড্রাইভারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির যুগ্ন- সাধারন সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম।
দামুড়হুদা উপজেলা যুবদল নেতা ও বিএনপির সদস্য তারিকুল ইসলাম লিটনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদল নেতা রোকনুজ্জামান তোতাম, শামসুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য আব্দুস সালাম, দামুড়হুদা মাইক্রো বাস মালিক সমিতির সভাপতি মনিরুল ইসলাম মণি, সাধারণ সম্পাদক তারিফুল ইসলামসহ শ্রমিক ইউনিয়ন দামুড়হুদা থানা শাখার নেতৃবৃন্দ।