১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সর্বস্তরের শ্রমিক সহ সাধারণ মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নুর নবী ভূঁইয়া।সাংবাদিকদের কে নুর নবী ভূইয়া বলেন ১৮৮৬ সালে ১লা মে যুক্তরাষ্ট্রের আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষে ও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেছিল।তৎকালীন শাসকরা নিপীড়ন নির্যাতন করলে বিশ্বব্যাপী সে আন্দোলন ছড়িয়ে পড়ে।এবং বেশকিছু দেশে মে দিবসকে লেবার ডে হিসেবে পালান করা হয়,এ দিনটি সরকারি ভাবে ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়,শ্রমিকরা ৮ ঘন্টা কর্ম দিবসের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলি চালানো হলে ১১ জন শ্রমিক শহীদ হন।সে থেকে প্রতিবছর সারা বিশ্বে ১লা মে শ্রমিক দিবস উপলক্ষ পালন করা হয়।বাংলাদেশ সহ বিশ্বের সকল শ্রমিকদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি কমিটির সদস্য মোঃ নূর নবী ভূইয়া।