আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত করতে সহযোগিতার আশ্বাস জয়পুরহাটের পাঁচবিবি থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ নিয়ামুল হক। দায়িত্ব গ্রহণের পর ১৭ সেপ্টেম্বর (বুধবার) রাত ৯ টায় উপজেলা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ তার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার), সহকারী সেক্রেটারী আবু রায়হান, পৌর জামায়াতের আমীর আবুল বাশার, পৌর সেক্রেটারী মোঃ গোলাম রব্বানীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় জামায়াত নেতৃবৃন্দ থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে নবাগত ওসিকে সহযোগিতার আশ্বাস দেন।
এছাড়া, জামায়াতের পক্ষ থেকে ওসি মোঃ নিয়ামুল হককে ইসলামীক কিছু মূল্যবান বই উপহার দেওয়া হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে পাঁচবিবি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে এবং জনগণ ন্যায়সঙ্গত সেবা পাবে।
অপরদিকে নবাগত ওসি মোঃ নিয়ামুল হক জামায়াত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং দায়িত্ব পালনকালে সবার দোয়া, সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করেন। তিনি আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে নিরপেক্ষভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।