নড়াইলের ইতনা ইউনিয়নের ঐতিহ্যবাহী চারদিন ব্যাপী বুড়ো ঠাকুরের মেলা। নড়াইলের লোহাগড়া উপজেলার ১১নং ইতনা ইউনিয়নের দৌলতপুর রাধানগর (ইতনায়) অবস্থিত বাবা বুড়ো ঠাকুরের গাছতলা। নড়াইলের ইতনা ইউনিয়নের প্রতিনিধি পাপন কুন্ডুর তথ্যের ভিত্তিতে জানাযায়। বাবা বুড়ো ঠাকুরের গাছতলার অনুষ্ঠানের প্রতিষ্ঠাতা বাবু তমাল কৃষ্ণ কুন্ডু এবং পূর্বের বার বার নির্বাচিত সভাপতি গোপাল চন্দ্র সাহার ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, অস্বচ্ছল শিক্ষার্থীদের দারিদ্রতার পাশে থাকা মানুষ, বাবা বুড়ো ঠাকুরের গাছতলার বর্তমান নবনির্বাচিত সভাপতি বাবু আলোক কুমার সাহা। সাধারণ সম্পাদক বাবু উজ্জ্বল গাংঙ্গুলী।
মানুষের মুখে মুখে প্রচলিত রয়েছে যে, তৎকালীন সময়ে এখানে মানুষ কোন মানত করলে নাকি উপকার পেত। কেউ যদি মানত করতো তাহলে কিছু কাচা দুধের সঙ্গে কিছু খুচরা পয়সা একটি গাছের তলায় রেখে যেত।
বুড়ো ঠাকুরের গাছ তলায় তৎকালীন সময়ে রাণী রাসমণি কাচা দুধ ও পয়সা রাখতেন বলে স্থানীয় ভাবে অনেকের মুখ থেকে জানা যায়। তিনি যতবারই এসেছেন প্রত্যেক বারই এই গাছতলায় কিছু সময় একাকী কাটিয়েছেন।
এখন সব সময় বাবা বুড়ো ঠাকুরের গাছ তলায় পূজা অর্চনা চলে। এখানে জমজমাট থাকে লোকজনের আবির্ভাবে। শনি ও মঙ্গলবারে ভীড় বেশী থাকে। এই বুড়োঠাকুরকে নিয়ে এলাকায় বিভিন্ন ধরনের গল্প আছে, আছে মতৈক্য। বাবা বুড়ো ঠাকুরের এই গাছ তলায় আগমন আনুমানিক চারশো থেকে সাড়ে চারশো বছর আগে।
বুড়ো ঠাকুরের গাছতলায় ২০ বছর ধরে শুরু হয়েছে মেলা। বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার শুরু হয় এই মেলা।যদি কখনো প্রথম মঙ্গলবার পহেলা বৈশাখ হয় তাহলে বৈশাখ মাসের ২য় মঙ্গলবার চলে তিনদিন থেকে চারদিন ব্যাপী মেলা । মেলাতে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ধর্মের হাজার হাজার লোক সমবেত হয়। এবং এই বছর ২য় মঙ্গলবার থেকে চারদিন ব্যাপী শ্রীশ্রী বাবা বুড়ো ঠাকুরের পূজা , বিভিন্ন প্রকার অনুষ্ঠান (যেমন: পদাবলী কীর্তন,গীতা যজ্ঞ, কবিগান ) ও মেলার আয়োজন করা হয়েছে। এই মেলাটি অনুষ্ঠিত হবে ২২ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত চলবে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                