ময়মনসিংহ বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে ময়মনসিংহ জেলার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের হজ প্রশিক্ষণকর্মশালা ১৫এপ্রিল হতে পর্যন্ত অনুষ্ঠিত হইবে।
আজ ১৫ এপ্রিল মঙ্গলবার সকালে স্থানীয় তারেক স্মৃতি অডিটোরিয়ামে প্রথম দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
হজ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাফিজুল আলম, জেলা প্রশাসক ময়মনসিংহ।
এতে সভাপতিত্ব করেন পরিচালক ইসলামী ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগ মোঃ হারেজ আহমেদ। বিশেষ অতিথির বক্তৃতা জেলা প্রশাসক সকল হজ যাত্রীদের প্রতি সংক্ষিপ্ত গাইডলাইন প্রকাশ করেন এবং সহি নিয়তে হজ সম্পন্ন করার জন্য হজ যাত্রীদের প্রতি তার দোয়ার কথা উল্লেখ করেন।

 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                