নিজস্ব প্রতিবেদক:-
“দেশকল্যাণ, দারিদ্র বিমোচন, কর্মপরায়ণ, উদ্ভাবন; বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের মানস ও মনন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত হয়েছে। অদ্য ২ ডিসেম্বর ২০২৪ সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এনজিও ফাউন্ডেশন দিবসের এক বর্ণাঢ্য র্যালী বের হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবসের কর্মসূচী ও র্যালীর শুভ উদ্বোধন ঘোষনা করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিজানুর রহমান। র্যালীটি চুয়াডাঙ্গা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন অফিসে এসে শেষ হয়। এরপর বীজ প্রত্যয়ন অফিস হলরুমে এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রিসো’র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন সংস্থা (পাস) এর নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন। আরো বক্তব্য রাখেন, আলাপ সংস্থার নির্বাহী পরিচালক আশফাকুর রহমান, গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইদুর রহমান, ওয়ার্প সংস্থার নির্বাহী পরিচালক আবেদ উদ-দৌলা টিটন, উষা বাংলাদেশ এর ম্যানেজার মো: এনামুল হক শাহীন, মৌচাক সংস্থার সমন্বয়কারী মোঃ মকবুল হোসেন ও রিসো’র ১৫তম পর্যায়ের উপকারভোগি আমেনা খাতুন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, বিএনএফ এর সহযোগিতায় চুয়াডাঙ্গা জেলায় কর্মরত ০৭টি সহযোগি বেসরকারী উন্নয়ন সংস্থা সরকারের সহযোগি হিসেবে দারিদ্র বিমোচনে কাজ করে যাচ্ছে এজন্য তাদেরকে ধন্যবাদ জানায়। দরিদ্র মানুষের ভাগ্যন্নোয়নে সংস্থাগুলো আরো আন্তরিকতার সাথে কাজ করবে বলে আমি আশাবাদি। সংস্থাগুলোর প্রত্যেকটি প্রোগ্রামে উপস্থিত থাকার কথা তিনি ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিসো’র সমন্বয়কারী দারুল ইসলাম, সার্বিক সহযোগিতা করেন প্রোগ্রাম অফিসার সাধন কুমার কর।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলায় কর্মরত বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগি সংগঠন রিসো, পাস, আলাপ, ওয়ার্প, গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থা, উষা ও মৌচাক সংস্থার কর্মী ও উপকারভোগি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্রাইম নিউজ টিভি ২৪. সুজন আহমেদ