চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব মুহাঃ মাসুদুর রহমানের এনেতৃত্বে এসআই(নিঃ) শেখ মোঃ মোরশেদ আলী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা পৌরসভাধীন ওয়াপদা কোলনীস্থ আল-ইকরা ক্যাডেট একাডেমী স্কুলের দক্ষিন পাশে কাঁচা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম(৩০), কে গতকাল রাত ১২ টার দিকে ২২পিচ মাদকদ্রব্য ট্যাপেন্ডাল ট্যাবলেটসসহ হাতেনাতে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। নং- ০৩, তারিখ- ০২/০৪/২০২৫ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ২৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে।
*** আসামী মোঃ রবিউল ইসলাম(৩০) এর বিরুদ্ধে চুরি সহ মাদকের মোট ১০(দশ) টি মামলা আছে।