২৪ মার্চ ২০২৫ বিকেলে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির আয়োজনে এবং বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সহযোগিতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট লেখিকা ও কবি শারাবান তহুরা কে স্বাধীনতা স্মারক সন্মাননা তুলে দেন সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ,মাননীয় বিচারপতি সিকদার মকবুল হক,সিনিয়র সাংবাদিক ও সংগঠক মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স এবং জাতীয় জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো.মঞ্জুর হোসেন ঈসা,শফিক উদ্দিন অপু।
আলোচনা,দোয়া ও ইফতার শেষে লেখিকা ও কবি শারাবান তহুরা তার লেখা ছড়ার বই ” ছড়ায় ছড়ায় রাইয়ান”কবিতার বই ” স্বল্পদৈর্ঘ্য জীবন” ” কৈশোর এক কাচের মার্বেল ” “যৌবন এক দূরন্ত আকাশ” ৪ টি বই বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো.মঞ্জুর হোসেন ঈসাকে উপহার হিসাবে তুলে দেন।