Crime News tv 24
ঢাকাসোমবার , ২৪ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর থেকে কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আফজাল গ্রেপ্তার

Link Copied!

কিশোরগঞ্জ-৫ আসনের (বাজিতপুর) সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে মেহেরপুরের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের রিকুইজিশনের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আফজাল হোসেনের অবস্থান শনাক্ত ও গ্রেপ্তার করা হয়, বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর জেলার পুলিশ সুপার।
রোববার ২৩ মার্চ-২৯২৫ রাতে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়, এ সময় আশ্রয়দাতা আফজাল স্যু কোম্পানির কর্মচারী মামুন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
মেহেরপুর সদর থানা ওসি মেজবাহ উদ্দিন কালবেলাকে বলেন, কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি টিম মেহেরপুরের উদ্দেশে রওনা দিয়েছে,সন্ধ্যা নাগাদ পুলিশের টিমটি মেহেরপুর পৌঁছালে গ্রেপ্তারকে তাদের কাছে সোপর্দ করা হবে।
একটি নির্ভরযোগ্য সূত্র কালবেলাকে জানায়, সোমবার সকাল হওয়ার আগেই জেলার মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার কথা ছিল সাবেক এমপি আফজালের, এ জন্য সীমান্তের একটি চক্রের সঙ্গে মোটা অংকের টাকায় চুক্তিও করেছিলেন তিনি।