আজ ঐতিহাসিক ২ মার্চ। পতাকা উত্তোলন দিবস। ১৯৭১ সালের এই দিনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে প্রথমবারের মতো বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেছিলেন আ.স. ম. আবদুর রব।
দিবসটি পালনে রোববার (২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বক্তব্য রাখেন। তিনি বলেন যারা ইতিহাস নির্মাণ করে তারা দলের ঊর্ধ্বে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী ডাকসুর তৎকালীন ভিপি আ স ম আব্দুর রব। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
১৯৭১ সালের এই দিনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে বটতলায় প্রথম বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। এই পতাকা ঘিরেই রচিত হয়েছিলো বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন।
জাতীয় পতাকা উত্তোলন এবং স্বাধীনতা সংগ্রামের অবদান উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, ইতিহাস নির্মাতারা রাজনীতির ঊর্ধ্বে।
তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছেন আ স ম আব্দুর রব। তাঁকে ঐতিহাসিক এই দিবসের অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। ঐতিহাসিক এই দিবস উদযাপনে আমন্ত্রণ পেয়ে তিনি আনন্দ প্রকাশ করেছেন। তবে শারীরিক দুর্বলতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি।
উপাচার্য আরও বলেন, আমরা চেষ্টা করব দেশের অভ্যুদয়ের স্মৃতিবিজড়িত এ আয়োজনগুলো নিয়মিত করে যেতে। এসব উদযাপন দেশে বিদ্যমান নানামুখী ষড়যন্ত্র এবং প্রতিকূলতার মাঝে গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে। দেশের ঐক্য ধরে রাখতে এসব আয়োজন অত্যন্ত জরুরি।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের ইতিহাসের গর্বিত উত্তরাধিকার বহন করছে। এই গর্ব এখনো আমাদের সাহস জোগায়। ফলে আমরা পুরো জাতিকে ঐক্য ধরে রাখার সাহস দেওয়ার চেষ্টা করি।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) সায়মা হক বিদিশা বলেন, ২ মার্চ বাঙালি জাতির জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন। স্বাধীন বাংলাদেশের সূচনা হয় পতাকা উত্তোলনের মাধ্যমে। পরে ৯ মাসের যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা পূর্ণতা পায়।
তিনি বলেন, জাতীয় পতাকা আমাদের ঐক্যের জায়গা। এটা আমাদের ঐক্যবদ্ধ হতে সাহায্য করে। সব ধরনের আন্দোলনে বাংলাদেশের মানুষ জাতীয় পতাকা সামনে নিয়ে একতাবদ্ধ হয়। আমরা নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে একতাবদ্ধ হব।
জাতীয় পতাকা উত্তোলন দিবস রোববারজাতীয় পতাকা উত্তোলন দিবস রোববার
অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান বলেন, একটি দেশের স্বাধীন-সার্বভৌমত্বের প্রতীক জাতীয় পতাকা, যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, তাদের বিনম্র শ্রদ্ধা জানাই।
জাতীয় পতাকা উত্তোলন দিবস উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন -ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ।
এ সময় আরো উপস্হিত ছিলেন “হৃদয়ে পতাকা ২ মার্চ” সভাপতি কবি সাহানা সুলতানা , হৃদয়ে পতাকার প্রধান উপদেষ্টা এস এম শামসুল আলম নিক্সন।
” হৃদয়ে পতাকা ২ মার্চ ” সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন ঈসা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক এস এম মম, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, সাংবাদিক মেহরাজ রাব্বি, সাংবাদিক নিয়ামুল হাসান নিয়াজ।