“সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা”প্রাথমিক “বিদ্যালয়ের মান উন্নয়ন” বিদ্যালয়ে অনিয়মিত এবং ঝরেপড়া রোধকল্পে মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারী-২০২৫ মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের রাইপুর সঃপ্রাঃ বিদ্যালয়ে বিশাল মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি মেহেরপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আসাদুল হক, বিশেষ অতিথি পিটিএ কমিটির সভাপতি হাসানুজ্জামান এবং অতিথি হিসেবে উপসস্থিত ছিলেন ওয়াচ গ্রুপের সদস্য মোঃ আয়ুব আলী এবং কাবুল আলী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মউক এর প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা।
বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন,নেপোলিয়ন বলেছিলেন ‘আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দিব, সুতরাং সন্তানের ভবিষ্যৎ গঠনে মায়ের ভূমিকাই প্রধান।
প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা তার বক্তব্যে বলেন প্রাথমিক শিক্ষা হচ্ছে একটি শিশুর সুদীর্ঘ পথ-পরিক্রমার প্রারম্ভিক ধাপ,মায়ের হাত ধরে গুটিগুটি পায়ে যখন একটি শিশু প্রথমবারের মতো বিদ্যালয়ের আঙ্গিনায় পা রাখে, তখন শুরু হয় তার নতুন জগতে পথচলা, আর এই নতুন পথচলাকে আরো মসৃণ করতে একজন মায়ের সচেতনতাই সর্বাধিক গুরুত্বপূর্ণ, একটি শিশু দিনের অধিকাংশ সময় বিদ্যালয়ে অবস্থান করে, সেক্ষেত্রে সহপাঠী ও শিক্ষকদের সাথে তৈরি হয় মিথস্ক্রিয়ার অবারিত সুযোগ, মা ও শিক্ষকের সঠিক পর্যবেক্ষণ এবং সে অনুযায়ী সন্তানকে গড়ে তোলার পদ্ধতি অনুসরণ করলে একটি শিশু ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে এতে কোন সন্দেহ নেই, সেক্ষেত্রে মা সমাবেশের গুরুত্ব অনস্বীকার্য, এছাড়া অনুষ্ঠানে শিক্ষক,অতিথিবৃন্দ সহ অভিভাবকগণ নিজেদের বক্তব্য তুলে ধরেন।
গণসাক্ষরতা অভিযান এর সহায়তায় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এই অনুষ্ঠানের আয়োজন করে, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ,ওয়াচ গ্রুপ ও পিটিএ কমিটির সদস্য এবং মউক প্রতিনিধিগন সহ ১৫০ জন মায়েদের নিয়ে এই মা সমাবেশ অনুষ্ঠিত হয়,অনুষ্ঠানটি পরিচালনা করেন মউক এর প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা এবং আয়োজনে সার্বিক দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার আশিক বিল্লাহ্।