ঝালকাঠি সদর উপজেলাধীন নথুল্লাবাদ ইউনিয়নে রবি/২৪-২৫ মৌসুমে “বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্প” এর আওতায় উপজেলা কৃষি অফিস কর্তৃক বাস্তবায়িত হাইব্রিড টমেটো (বিজলী ১১) প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের চাচৈর ব্লকের পিরন্ড’ গ্রামে এ মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে ঝালকাঠি সদর উপজেলা উপসহকারী কর্মকর্তা মো: ফাইজুল ইসলাম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ঝালকাঠি সদর উপজেলার সুযোগ্য কৃষি অফিসার কৃষিবিদ আলী আহম্মদ।
উপজেলা কৃষি অফিস, ঝালকাঠি সদর কর্তৃক আয়োজিত উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ঝালকাঠি এর অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ রিয়াজ উল্লাহ বাহাদুর।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, টমেটো একটি লাভজনক সবজি। বর্তমানে আমাদের দেশে হাইব্রিড জাতের অনেক টমেটো চাষ হয়ে থাকে, এ জাতের টমেটোর ফলন অনেক বেশি। জাতভেদে চারা রোপণের ৫০ থেকে ৬০ দিন পর থেকেই ফল তোলা যায়। ধানের তুলনায় টমেটো চাষে ২/৩ গুণ লাভ হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ খাদিজা।
উক্ত মাঠ দিবসে কৃষক-কৃষাণী, গণমাধ্যমকর্মী, কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।