Crime News tv 24
ঢাকাশনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ বছরের শিশুর মৃত্যু

রুবেল মিয়া,নিজস্ব প্রতিবেদক,কুড়িগ্রামঃ
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামে রাজারহাট উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে এবং প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব কদমেরতল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম আইরিন খাতুন (৪), যিনি একই উপজেলার নাজিমখাঁন ডাংঘাট এলাকার আলা আমিন ও শিউলি দম্পতির মেয়ে।

ঘটনার সময় আইরিন তার নানা আব্দুল হান্নানের বাড়িতে পালিত হচ্ছিল। ওই রাতে বাড়ির লোকজন একটি ওয়াজ মাহফিলে অংশ নিতে গেলে আইরিনকে ঘরে তালাবদ্ধ অবস্থায় রেখে যান। এ সময় বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লাগে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে আব্দুল হান্নানের বাড়ির ৪টি কক্ষ ও একটি রান্নাঘর পুড়ে যায়। ঘুমন্ত অবস্থায় আইরিন অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
রাজারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ আবু তাহের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। এ ঘটনায় নগদ এক লাখ টাকাসহ মোট প্রায় ৪ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে।
রাজারহাট থানার ওসি তছলিম উদ্দিন ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিয়ে তদন্ত চলছে। স্থানীয়রা দ্রুততম সময়ে ফায়ার সার্ভিসকে খবর দিলেও দুর্ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে।