Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নলছিটিতে এক যুবক কে ফোন দিয়ে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ।

নিজস্ব প্রতিবেদকঃ-
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

নলছিটি থানাধীন সূর্য পাশা গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় আহতর নাম আবু সাঈদ(৩৮)। আহত আবু সাঈদ সূর্য পাশা গ্রামের মৃত আঃ সোবাহান  হাওলাদারের ছেলে।গতকাল সোমবার রাত আটটায় হামলার ঘটনা ঘটে।পরে স্থানীয়রা আহতকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আহত সূত্রে জানা গেছে, আহত আবু সাইদের সাথে দীর্ঘদিন আগে বরিশালে রাজমিস্ত্রির শ্রমিক হিসাবে কাজ করে স্থানীয় মোস্তফা নিয়ার ছেলে রনি ও জনি।অল্প কিছুদিন কাজ করে সেখান থেকে চলে আসে জনি ও রনি।সাব কন্টাকটার আবু সাঈদের সম্পূর্ণ কাজ শেষ না করে পালিয়ে আসে রনি, জনী। এ সময় কাজ করা কালীন সেখানে দোকানে বাকি খাওয়া ৫ হাজার টাকা আবু সাঈদ পরিশোধ করে দেয়।

আবু সাঈদকে না জানিয়ে অন্যান্য দোকানে আরো ৮ শত টাকা ও ২শত টাকা বাকি খায় রনি, জনি।যে টাকার কথা আবু সাঈদ জানে না। হঠাৎ করে রনি ও জনি সেই টাকা পরিশোধ করতে বলে আবু সাঈদকে এবং আবু সাঈদ সেই টাকা পরিশোধ করতে অস্বীকৃতি জানালে বিভিন্ন সময়ে হুমকি-ধমকি দিয়ে আসছে রনি ও জনি।

আর এরই ধারাবাহিকতা সোমবার রাতে স্থানীয় জাকিরকে দিয়ে মুঠোফোনের মাধ্যমে ডেকে নিয়ে খাজুরিয়া বাজারের লিটনের দোকানের সামনে বসে হামলা চালায়।এ সময় রনি ও জনি,আবু সাঈদ কে এলোপাথারি পিটিয়ে গুরুত্বর জখম করে ও সাথে থাকা নগদ বিশ হাজার টাকা ছিনিয়ে নেয়।পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বর্তমানে আহত আবু সাঈদ শেবাচিমের পুরুষ সার্জারি ৩ ইউনিটে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার পর আবু সাঈদ নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলাদের প্রস্তুতি চলছে।