Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র ৩টি ওয়ার্ডে ভোট গ্রহণ অনুষ্ঠিত

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র (দ্বি-বার্ষিক) ওয়ার্ড নির্বাচন-২০২৫ এর ৩টি ওয়ার্ডে উৎস-উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাখালগাছি ইউনিয়নের ৩টি ওয়ার্ডের প্রার্থীরা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে বিজয়ী হয়েছেন। ভোটারা সকাল থেকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে যার যার পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ শেষে দুপুর ২টা থেকে ভোট গগণা শুরু হয়। প্রতিটি ওয়ার্ডের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে বিজয়ীরা হলেনঃ
১নং ওয়ার্ডে সভাপতি পদে হেমায়েত হাওলাদার পেয়েছেন ১৪২ ভোট, সাধারণ সম্পাদক পদে হাওলাদার মনিরুজ্জামান পেয়েছেন ১২১ ভোট, সহ-সভাপতি পদে আঃ হালিম মোড়ল পেয়েছেন ১২৪ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাওলাদার আনোয়ার হোসেন পেয়েছেন ১০৮ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে রিজাউল মোড়ল পেয়েছেন ১৩২ ভোট।

৬নং ওয়ার্ডে সভাপতি পদে মুজিবর রহমান পেয়েছেন ৯৪ ভোট, সাধারণ সম্পাদক পদে আলামিন শেখ পেয়েছেন ৫০ ভোট, সহ-সভাপতি পদে হাসান শেখ পেয়েছেন ৭৬ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ আবুল শেখ পেয়েছেন ৮০ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে সেলিম আকুঞ্জি পেয়েছেন ৭৯ ভোট।

৯নং ওয়ার্ডে সভাপতি পদে সৈয়দ সেলিম রেজা পেয়েছেন ৯৬ ভোট, সাধারণ সম্পাদক পদে শেখ সোহাগ উদ্দিন পেয়েছেন ৬০ ভোট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি হয়েছেন ওহেদ বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক শেখ আঃ হালিম।

এর আগে গত ২রা ফেব্রুয়ারি ইউনিয়নের ২,৩,৪,৫,৭ ও ৮নং ওয়ার্ডে শান্তিপূর্ণ ভাবে ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হয়েছিল বলে জানিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, যুগ্ন-সাধারণ সম্পাদক ড. লায়ন ফরিদুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম’সহ দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।