Crime News tv 24
ঢাকারবিবার , ৯ নভেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

স্কয়ার ফার্মারর বিরুদ্ধে ডোজ প্রতারণা ও রিপ্যাকিংয়ের অভিযোগে প্রেস কনফারেন্স শনিবার।

নিজস্ব প্রতিবেদকঃ-
নভেম্বর ৯, ২০২৫ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর বিরুদ্ধে ডোজ প্রতারণা ও অবৈধ রিপ্যাকিংয়ের অভিযোগ এনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শনিবার (১৫ নভেম্বর ২০২৫) সকাল ১১টায়, জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে।
সংবাদ সম্মেলনের আয়োজক অর্গানিক চিকেন পোল্ট্রি ফার্ম, যা দেশের একমাত্র জিরো এন্টিবায়োটিক ও ফ্রি রেঞ্জ ব্রয়লার ও কালার বার্ড খামার হিসেবে পরিচিত।
লিখিত বক্তব্যে তিনি জানান, তার খামারে চার বছর ধরে সুইজারল্যান্ডভিত্তিক কোম্পানি লাইফ সার্কেল নিউট্রিশন-এর তৈরি হার্বাল কক্সিডিউস্ট্যাট “হার্ব-অল-কক্স” ব্যবহার করা হচ্ছে, যা বাংলাদেশে আমদানি ও বাজারজাত করে স্কয়ার ফার্মাসিউটিক্যালস।
অভিযোগে বলা হয়েছে, স্কয়ার ফার্মা অবৈধভাবে উক্ত উপাদানের ডোজ কমিয়ে (আন্ডার ডোজ) ও রি-প্যাকিং করে বাজারজাত করেছে, যার ফলে খামার কর্তৃপক্ষ বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
তিনি জানান, সংবাদ সম্মেলনে স্কয়ারের প্রতারণার প্রমাণ, আর্থিক ক্ষতির বিশদ বিবরণ এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হবে। সংবাদ সম্মেলনে সাংবাদিক, ফটো সাংবাদিক ও ক্যামেরাম্যানদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।