Crime News tv 24
ঢাকারবিবার , ৯ নভেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গা-২ আসনের নেহালপুর ইউনিয়নে বিএনপি র পথসভা অনুষ্ঠানে মাহামুদুল হাসান বাবু-“তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করা হলে গনতন্ত্রের বিকাশ ঘটবে।

বিশেষ প্রতিনিধিঃ-
নভেম্বর ৯, ২০২৫ ১০:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপির সতের বছর আন্দোলন সংগ্রাম করেছে এদেশের ভোটারদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে। আন্দোলনের সময় বিএনপির নেতাকর্মীরা অনেক অত্যাচার, নিপিড়ন, নির্যাতন সহ্য করেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের অবৈধ সরকারের প্রলোভন ও নির্যাতনের পরও ইমানদারির পরীক্ষা দিয়ে মাটি কামড়ে আমরা বিএনপি করে আসছি। আমাদের নেতা তারেক রহমান বিএনপির নেতাকর্মীদের ৩১ দফা বাস্তবায়নের জন্য মনোযোগী হতে বলেছেন। এই ৩১ দফা বাস্তবায়ন করে আমাদের দায়িত্ব ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করা।
বিজিএমইএ এবং কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু শনিবার ( ৮ নভেম্বর) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চুয়াডাঙ্গার নেহালপুর ইউনিয়নের ১০টি স্হানে নেহালপুর ইউনিয়নের সভাপতি ফরজ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বিএনপি আয়োজিত কর্মীসভায় তিনি এসব কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে সবচেয়ে জনপ্রিয় দল। কারণ হচ্ছে এই দলের লক্ষ লক্ষ নেতাকর্মী যেমন আছে, তার থেকে বড় শক্তি আছে এই দলের কোটি কোটি নীরব সমর্থক। এই সমর্থকদের আমরা যারা দল করি, দলের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করি, দলের যারা কর্মী, আমাদের কারও ব্যক্তিগত স্বার্থ থাকতে পারে। কিন্তু যে অগণিত কোটি কোটি সমর্থক আছে, তারা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আরও একবার ক্ষমতায় দেখতে চায়। তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। আগামীতে একটি সুন্দর নির্বাচন হবে,সেই নির্বাচনে তারা ধানের শীষ প্রতীকে ভোট দেবে। কিন্তু ওই নির্বাচনে ধানের শীষে তারা তখনই ভোট দেবে যখন তাদের মন জয় করা হবে। নির্বাচনের দিন তাদের ভোট কেন্দ্র নিয়ে আসতে হবে। তাদের প্রতি সম্মান দেখাতে হবে। বিএনপির হাতকে শক্তিশালী করে ধানের শীষের জনপ্রিয়তাকে বেগবান করার জন্য জোর প্রচেষ্টা চালাতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, দর্শনা থানা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক সাবেক বেগমপুর ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী, যুগ্নসাধারণ সম্পাদক খাইরুল ইসলাম যুদ্ধ, সাংগাঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, সহসভাপতি মাসুদ রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সালেহ মেম্বর, সাংগাঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। দর্শনা থানা যুবদলের আহবায়ক জালাল উদ্দিন লিটন,দর্শনা থানা যুবদলের সদস্য সচিব সাজেদুর রহমান মিলন মোল্লা, নেহালপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপি র সভাপতি রবিউল ইসলাম,সহ সভাপতি আঃ সাত্তার,সেক্রেটারি আসাদুজ্জামান এজাজ,সাংগঠনিক সম্পাদক শান্তি মন্ডল,সহ ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ওয়ার্ড বিএনপি র দাবির প্রেক্ষিতে বোয়ালিয়া গ্রামের নতুন ঈদ গাঁহ ও দক্ষিণ পাড়ার জামে মসজিদের নির্মান ও সংষ্কারের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।