Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সম্পুর্ন ফ্রি টিউশন অ্যাওয়ার্ড পেলো কেকেবিএইউ’র ৮ শিক্ষার্থী।

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা প্রতিনিধি:-
নভেম্বর ৬, ২০২৫ ১১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের অর্জনের স্বীকৃতি স্বরূপ খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ফুল ফ্রি টিউশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। গত ০৬ নভেম্বর ২০২৫ খি. তারিখ খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে বিকাল ৩ টায় আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের আওতায় স্প্রিং-২০২৫

সেমিস্টারের ফলাফলের ভিত্তিতে এই ফুল ফ্রি টিউশন অ্যাওয়ার্ড (এফএফটিএ) প্রদান করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। তিনি বলেন, শিক্ষা জীবনে ভালো ফল অর্জন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এর জন্য অধ্যবসায় ও অনুশীলন জরুরি। লেখা পড়ার এ সফলতার ধারা ধরে রাখার পাশাপাশি আদর্শ মানুষ হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

তিনি আরও বলেন, খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে মানসম্মত শিক্ষা লাভ করতে পারে সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজানুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন (ইনচার্জ) ড. মোঃ মুঈন উদ্দিন শুভেচ্ছা বক্তব্য রাখেন। এফএফটিএ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন ব্যবসায় প্রশাসন বিভাগের ফেরদৌউস আরা স্বর্ণা ।

এ সময় কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন (ইনচার্জ) রথীন্দ্র নাথ মহালদার, ইংরেজি বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) সাদিয়া সুলতানা, আইএসএলএম বিভাগের প্রধান (চলতি দায়িত্ব) মোঃ আহসান উল্লাহসহ ফুল ফ্রি টিউশন এওয়ার্ড প্রাপ্ত (এফএফটিএ) শিক্ষার্থী সিএসই বিভাগের আব্দুর রব রাজু, তাজনিম রহমান সাকির, মোঃ মোজাহিদুল আলম, ইইই বিভাগের রাসেল ইসলাম, বিজন কান্তি দরালী, ইংরেজি বিভাগের রিতু অধিকারী এবং আইএসএলএম বিভাগের শিক্ষার্থী মো: রায়হান উপস্থিত ছিলেন।