খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সাত কলেজের অধ্যক্ষবৃন্দ গতকাল সোমবার বেলা ১২ টার সময় বটিয়াঘাটা উপজেলার নবাগত নির্বাহী অফিসার এস এম মোস্তাফিজুর রহমানের নিজস্ব কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি বটিয়াঘাটা ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অমিতেষ দাস, কৈয়া শহীদ আবুল কাশেম কলেজের অধ্যক্ষ মোঃ আরিফুর রহমান স্বপন, খগেন্দ্রনাথ মহিলা কলেজের অধ্যক্ষ অনিমেষ মিস্ত্রী, বারোআড়িয়া শহীদ স্মরনী কলেজের অধ্যক্ষ মোঃ তোরাব হোসেন ফিরোজ, গরিয়ারডাঙ্গা কলেজের অধ্যক্ষ শশাংঙ্ক মন্ডল, কাতিয়ানাংলা কারিগরি কলেজের
অধ্যক্ষ মোঃ রেজাউল করিম,অধ্যাপক সুজিত কুমার মন্ডল, বটিয়াঘাটা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহিদুল রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আবু বকর মোল্লা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্ঠান ঐক্য ফ্রন্ট নেতা সুদীপ্ত মল্লিক প্রমূখ।

                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
								                                                                                    
                                    