Crime News tv 24
ঢাকাসোমবার , ২০ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গা জেলার জীবননগরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কর্মবিরতি।

শিমুল রেজা নিজস্ব প্রতিবেদক:-
অক্টোবর ২০, ২০২৫ ১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মূল বেতনের ২০ শতাংশ বাড়ীভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে চুয়াডাঙ্গার জীবননগরে সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ করে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা।
রোববার (১৯ অক্টোবর) সকালে বিদ্যালয়ে আসলেও পাঠদান না হওয়ায় অলস সময় পার করছে শিক্ষার্থীরা। এতে ব্যহত হচ্ছে পাঠদান কার্যক্রম। পাঠদান না হওয়ায় বিড়ম্বনায় পড়েছেন ছাত্রছাত্রীরা।

শিগগিরই এই সমস্যা সমাধান হবে বলে আশা করে শিক্ষা বিভাগ। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রেণি কক্ষে ফিরবেন না বলেও জানিয়েছেন শিক্ষকেরা। শিক্ষার্থীরা পাঠদান থেকে বঞ্চিত হওয়ায় সংশয়ে রয়েছেন অভিভাবকেরা।

জানা যায়, শিক্ষকদের আন্দোলনের কারণে ব্যহত হচ্ছে শ্রেণি কার্যক্রম। এসএসসি ব্যাচের পরিক্ষার্থীরা পঞ্চম শ্রেণিতে থাকা অবস্থায় করোনা মহামারির কবলে পড়েছিল। পরবর্তী তারা নবম শ্রেণিতে পড়েছিল নতুন কারিকুলামের বেড়াজালে। এবার এসএসসি পরীক্ষার আগে শিক্ষকের আন্দোলনে দিশেহারা হয়ে পড়েছে শিক্ষার্থীরা।

উপজেলার মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী জেরিন সুলতানা জানান, সামনে আমাদের এসএসসি পরীক্ষা। টেস্ট পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি চলছে। এ অবস্থায় তারা সিলেবাস কমপ্লিট করতে পারবে কি না তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। অর্ন্তবর্তী সরকারের উচিত আমাদের শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়া