বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের গণশুনানি হয় কুষ্টিয়া জেলা শাখা অফিসে
১৭ অক্টোবর গণশুনানির প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রদীপ কুমার মজুমদার, জোনাল ম্যানেজার, জোনাল অফিস, কুষ্টিয়া।
কুস্টিয়া জেলার ঋন ও বিনিয়োগ গ্রহীতা সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ সহ কর্পোরেশনের কুষ্টিয়া শাখা, চুয়াডাঙ্গা শাখা ও মেহেরপুর শাখার ম্যানেজার সহ সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এটি একটি রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।
গৃহায়ন সমস্যার সমাধান করা, গৃহ নির্মাণ খাতে জনগণকে আর্থিক সহায়তা প্রদান করা, সামগ্রিক গৃহায়ন ব্যবস্থার উন্নয়নে সহযোগিতা করা। ১৯৫২ সালে প্রতিষ্ঠার পর থেকে এটি গৃহনির্মাণে আর্থিক সহায়তা দিয়ে আসছে।বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) ১৯৭৩ সালে রাষ্ট্রপতি কর্তৃক জারীকৃত আদেশের মাধ্যমে পুনর্গঠিত হয়।