Crime News tv 24
ঢাকারবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ভোলাহাটে মসজিদ ও ক্লাবে ফ্যান বিতরণ করলেন বিএনপি নেতা ড. এস এ অপু।

Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় বিভিন্ন মসজিদ ও ক্লাবে ফ্যান বিতরণ করলেন ৪৪ চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট আইনজীবী ও সমাজ সেবক ড. এস এ অপু ।

বিতরণকৃত ফ্যানের সংক্ষিপ্ত বিবরণ: হুসেন ভিটা উক্তিয়া মসজিদ – ১টি,রাতন ধনিয়া পাড়া উক্তিয়া মসজিদ – ১টি,ফতেপুর উক্তিয়া মসজিদ – ১টি,বড় জামবাড়িয়া উক্তিয়া মসজিদ – ১টি,রেশ্বরপুর উত্তর টোলা উক্তিয়া মসজিদ – ১টি,আম ফাউন্ডেশন বিএনপি ক্লাব – ২টি,বজরাটেক সবজা ঈদগা পাড়া উক্তিয়া মসজিদ – ১টি, পোলাডাঙ্গা (উল্টাডাঙ্গা) উক্তিয়া মসজিদ – ১টি, ফতেপুর যুব সংঘ ক্লাব – ১টি

এ সময় উপস্থিত ছিলেন:
আবুল কালাম আজাদ – সদস্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি,কাওসারুল ইসলাম রঞ্জু – সভাপতি, ভোলাহাট উপজেলা বিএনপি,আব্দুল হান্নান – সাধারণ সম্পাদক, ভোলাহাট উপজেলা বিএনপি,সারোয়ারদী – সভাপতি, ১নং ভোলাহাট ইউনিয়ন বিএনপি, বুল আলী – সভাপতি, ২নং গোয়ালবাড়ি ইউনিয়ন বিএনপি, মজনু মিয়া – সাধারণ সম্পাদক, ২নং গোয়ালবাড়ি ইউনিয়ন বিএনপি সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন ।

এক বক্তব্যে ড. এস. এ. অপু বলেন, “আমি সর্বদা ভোলাহাটসহ চাঁপাইনবাবগঞ্জের মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো। আমার লক্ষ্য হলো জনতার সেবা করা এবং বিদেশি বিনিয়োগে চাঁপাইনবাবগঞ্জ -২ আসনে কর্মসংস্থান ও শিক্ষার উন্নয়ন করতে চান তিনি ।