চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় বিভিন্ন মসজিদ ও ক্লাবে ফ্যান বিতরণ করলেন ৪৪ চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট আইনজীবী ও সমাজ সেবক ড. এস এ অপু ।
বিতরণকৃত ফ্যানের সংক্ষিপ্ত বিবরণ: হুসেন ভিটা উক্তিয়া মসজিদ – ১টি,রাতন ধনিয়া পাড়া উক্তিয়া মসজিদ – ১টি,ফতেপুর উক্তিয়া মসজিদ – ১টি,বড় জামবাড়িয়া উক্তিয়া মসজিদ – ১টি,রেশ্বরপুর উত্তর টোলা উক্তিয়া মসজিদ – ১টি,আম ফাউন্ডেশন বিএনপি ক্লাব – ২টি,বজরাটেক সবজা ঈদগা পাড়া উক্তিয়া মসজিদ – ১টি, পোলাডাঙ্গা (উল্টাডাঙ্গা) উক্তিয়া মসজিদ – ১টি, ফতেপুর যুব সংঘ ক্লাব – ১টি
এ সময় উপস্থিত ছিলেন:
আবুল কালাম আজাদ – সদস্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি,কাওসারুল ইসলাম রঞ্জু – সভাপতি, ভোলাহাট উপজেলা বিএনপি,আব্দুল হান্নান – সাধারণ সম্পাদক, ভোলাহাট উপজেলা বিএনপি,সারোয়ারদী – সভাপতি, ১নং ভোলাহাট ইউনিয়ন বিএনপি, বুল আলী – সভাপতি, ২নং গোয়ালবাড়ি ইউনিয়ন বিএনপি, মজনু মিয়া – সাধারণ সম্পাদক, ২নং গোয়ালবাড়ি ইউনিয়ন বিএনপি সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন ।
এক বক্তব্যে ড. এস. এ. অপু বলেন, “আমি সর্বদা ভোলাহাটসহ চাঁপাইনবাবগঞ্জের মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো। আমার লক্ষ্য হলো জনতার সেবা করা এবং বিদেশি বিনিয়োগে চাঁপাইনবাবগঞ্জ -২ আসনে কর্মসংস্থান ও শিক্ষার উন্নয়ন করতে চান তিনি ।