বরিশাল কাউনিয়া থানাধীন সায়েস্তাবাদ এলাকার উঃ আইচা গ্রামে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত্বর নাম রাসেল (২৫)।আহত রাসেল উঃ আইচা গ্রামের মোঃ খোকন মাঝির ছেলে।গতকাল শনিবার সকাল ৬ টায় এ হামলার ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা আহতকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে শেবাচিমে ভর্বি করে।আহত সূত্রে জানাজায়, উঃ আইচার সুজন ও সোহাগ দুই ভাই এলাকায় মাদক বিক্রির কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।এ নিয়ে স্থানীয়রা একাধিক বার বারন করলেও তারা তাতে তোয়াক্কা না করে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছিল।শুক্রবার রাত ৯ টার দিকে স্থানীয়রা মিলে সুজন ও সোহাগকে মাদক বিক্রির করার সময় হাতেনাতে ধরেফেলে।
এ সময় সুজন, সোহাগ, মা খাদিজা,বোন তাসলিমা ও নাসরিন এসে মূহুর্তের মধ্যে মাদক সরিয়ে ফেলে।এ সময় স্থানীয়দের সাথে আহত রাসেলের বাবা খোকন মাঝি যরিত ছিল।এবং সুজন ও সোহাগ কে এলাকায় মাদক বিক্রিতে বাধা দেয়।এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।আর এ ঘটনার পরের দিন সকাল ৬ টায় খোকন মাঝির ছেলে রাসেল তাদের পার্শবর্তী খারুকের দোকানে গেলে রাসেল কে দেখতে পেয়ে সুজন ও সোহাগ হুমকি ধামকি দিতে শুরু করে।
এ সময় রাসেল তার প্রতিবাত করলে সুজন ও সোহাগ ধারালো দা ও লাঠি নিয়ে রাসেল কে হত্যার উদ্দ্যেশে কুপিয়ে ও পিটিয়ে গুরত্বর জখম করে। পরে স্থানীয়রা আহত রাসেলকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।বর্তমানে আহত রাসেল শেবাচিমের সার্জারী ওয়ার্ডে মূমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।এ বিষয়ে আহত পরিবারের পক্ষথেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে