জয়পুরহাটের দোগাছী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ সেপ্টেম্বর শনিবার বিকালে উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মোঃ আশরাফুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন দোগাছী ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মোঃ মাসুদ আলম সাগর।
উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (সদর–পাঁচবিবি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা ফজলুর রহমান সাঈদ।
তিনি তার বক্তব্যে বলেন,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ভোট কেন্দ্রে শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে। এজন্য প্রতিটি কেন্দ্রে আলাদা আলাদাভাবে বিভিন্ন বিভাগের দায়িত্বশীল কমিটি গঠন করা জরুরি। ছাত্র-যুবক,পেশাজীবি,শ্রমিক, ওলামা,মহিলা ও ছাত্রী সহ প্রতিটি বিভাগের দায়িত্বশীলরা যদি সক্রিয়ভাবে মাঠে কাজ করে, তবে ইনশাআল্লাহ এই আসনে আমরা একটি ঐতিহাসিক বিজয় উপহার দিতে সক্ষম হবো। আমাদের লক্ষ্য শুধুমাত্র নির্বাচনে জয়লাভ নয়, বরং ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য সুদৃঢ় সাংগঠনিক ভিত রচনা করা।
তিনি আরও বলেন,প্রত্যেকটি ভোটকেন্দ্রে সুসংগঠিত কমিটি থাকলে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা সহজ হবে। কর্মী-সমর্থকরা যদি ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করে, তবে কোনো শক্তিই আমাদের অগ্রযাত্রা থামাতে পারবে না ইনশাআল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন জয়পুরহাট জেলা জামায়াতের অফিস সেক্রেটারি সাবেক শহর আমীর মাওলানা মোঃ আনোয়ার হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ হাকিকুল ইসলাম, দোগাছি ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মাহফুজুল ইসলাম,নায়েবে আমির মোঃ আব্দুর রউফ, ইউনিয়ন সেক্রেটারি মোঃ রমজান আলী, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আনিসুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।