ঝালকাঠির নলছিটি থানাধীন সুবিদপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।এতে আহত্বরা হলেন সফেজ হাওলাদারের ছেলে মনির হাওলাদার (৩২) তার স্ত্রী হাফিজা বেগম (৪৫) ও চাচি ফরিদা বেগম (৪৫)।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।এ ঘটনায় অপর পক্ষের মাহাবুব, মুকুল,ও স্বর্না নামের ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে।আহত সূত্রে জানাগেছে, মনির হাওলাদারের চাচা সিবার হাওলাদারের সাথে ২৪ সতাংস জমি নিয়ে মামাতো ভাই মজিবরের সাথে বিরোধ চলে আসছে।
এ নিয়ে একাধিকার স্থানীয়দের মাধ্যমে শালিস মিমাংসার ব্যাবস্থা করা হলে মজিবর তা মানে না। এমনকি সালিশে উপস্থিত হয়নি। পরে আদালতে মামলা হলে সিবার হাওলাদারের পক্ষে দুইবার রায় আসে বলে জানায় মনির হাওলাদার। আর এ কারনে রাতের আধারে মজিবর,তার ছেলে মেহেদী হাসান জুয়েল,মাহাবুব, মুকুল,হিরন,স্বর্না, মাজেদা সহ অজ্ঞাত ৮-১০ ওই জমিতে পিলার বসাতে গেলে তাতে বাধা দেয় মনির,তার স্ত্রী হাফিজা ও চাচি ফরিাদ।
এ সময় মজিবর, মেহদী হাসান জুয়েল,মাহাবুব, মুকুল, হিরন,স্বর্না, মাজেদা সহ অজ্ঞাত ৮-১০ লাঠি ও দেশিও অস্র সশ্র নিয়ে মনির, হাফিজা ও ফরিদাকে পিটিয়ে গুরত্বর জখম করে।পরে স্থানীয়রা এসে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে। বর্তমানে আহত্বরা শেবাচিমের সার্জারী ওয়ার্ডে মূমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আহত মুকুল ও স্বর্না জানায় তাদের উপরে হামলা করা হয়েছে।
এনিয়ে আহতদের পক্ষথেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।