খুলনার পাইকগাছা উপজেলার লতায় নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর ইমরান সরদার।
জানা যায়, পাইকগাছা পৌরসভা কালীবাড়ি মন্দির সংলগ্ন থেকে লতা বাজার পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ পিচের রাস্তার মধ্যে লতা ইউনিয়নের হাড়িয়া ব্রিজ থেকে পূর্বমুখী ২ কিলোমিটার ইটের সোলিং রাস্তা দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ফলে জন ভোগান্তিতে পড়েন এলাকাবাসী সহ পথচারীরা। এদিকে জনসাধারণের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ইমরান সরদার ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে রাস্তা সংস্কারের কাজ শুরু করেন।
সোমবার(১ সেপ্টেম্বর) সকালে সংস্কার কাজের উদ্বোধন করেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক পৌর ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ইমরান সরদার। এসময়ে উপস্থিত ছিলেন বিকাশ সরকার, যুবনেতা আলমগীর হাওলাদার, আতিয়ার হাওলাদার, আলামিন সানা, সাগর রায়, সিরাজুল ইসলাম, শিপ্রা সরকার, সিমান্ত মন্ডল ও উত্তম মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।