বৃহস্পতিবার(২১আগস্ট)২৫ খ্রিঃ
বাদে এশা হতে রিজার্ভ বাজার জামে মসজিদ পাঙ্গনে ওরস্ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত ওরস্ মাহফিলে
প্রধান মেহমানঃ
হিসেবে উপস্থিত ছিলেন হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ কাজী আব্দুল আলিম রেজভী(মা:জি:আ)
অধ্যক্ষ,জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া,চট্টগ্রাম।
প্রধান আলোচক: হযরত আলহাজ্ব মাওলানা ইকবাল হুসাইন আল কাদরী (মা:জি:আ) খতিব বনরুপা জামে মসজিদ রাঙ্গামাটি পার্বত্য জেলা
স্বাগত বক্তব্য
আলহাজ্ব মাওলানা হাফেজ মুহাম্মদ নাঈম উদ্দিন আল কাদরী মা:জি:আ
আহ্বায়ক ওরস মাহাফিল প্রস্তুতি কমিটি ও পেশ ইমাম রিজার্ভ বাজার জামে মসজিদ রাংগামাটি
সভাপতি
হযরত আলহাজ্ব মাওলানা আনোয়ারুল মুস্তফা হেজাজী
মা:জি:আ
আহালে সুন্নাত ওয়াল জামাআত রাঙ্গামাটি পার্বত্য জেলা।
সঞ্চালনায়:-
হযরত আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আকতার হোসেন চৌধুরী। মা:জি:আ
ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আহালে সুন্নাত ওয়াল জামাআত রাঙ্গামাটি পার্বত্য জেলা।