Crime News tv 24
ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জে কৃষকের মাঝে বীজ বিতরণ ও চারা রোপন।

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:-
আগস্ট ২৩, ২০২৫ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কয়েক দিনের টানা বৃষ্টির পানিতে কৃষিজমি তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় শত শত কৃষকেরা। ফসল নষ্ট হওয়ায় দুশ্চিন্তার ভাজ পড়েচে কৃষকের কপালে।এমন সময় তারেক রহমানের নির্দেশে রূপগঞ্জের কৃষকের কথা চিন্তা করে বিদ্যুৎ ও পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করে আবাদী জমিতে ধানের চারা রোপণ করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ দুলাল হোসেন।

স্থানীয় কৃষকদের সাথে নিয়ে উপজেলার বিভন্ন বিলে আবাদী জমিতে ধানের চারা রোপণ করেন তিনি।
এসময় মোঃ দুলাল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় কৃষকদের সাথে নিয়ে আবাদী জমিতে ধানের চারা রোপণ করা হয়েছে। তাছাড়া অতি বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও কৃষি বীজ বিতরণ করা হয়েছে। দেশের মানুষের জন্য সব সময় কাজ করে যাওয়ার আশ্বাস দেন তিনি।