Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

কংশনগর ব্রীজ রোড চলাচলের অযোগ্য, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের।

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:-
আগস্ট ৫, ২০২৫ ১১:২৩ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর বাজারের ব্রীজ রোড’ দীর্ঘদিন ধরেই চলাচলের অযোগ্য অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় সৃষ্টি হয় বড় বড় গর্ত, জমে থাকে কাদা আর পানির স্তূপ। ফলে এই সড়কে চলাচল করতে গিয়ে রিকশা, ভ্যান, মোটরসাইকেল চালক ও পথচারীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জাহাঙ্গীর আলম জানান, সড়কের পাশের
ড্রেনেজ না থাকায় রাস্তায় উপর পানি জমে থাকে । এতে রাস্তায় তৈরি হচ্ছে নতুন নতুন ছোট বড় গর্ত। বৃষ্টির সময় বা একটু ভারী বৃষ্টি হলেই পুরো সড়কটি কাদা পানিতে পরিণত হয়। একদিকে রাস্তার কাদা, অন্যদিকে পানির গর্তের কারণে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে প্রতিনিয়ত।

এই সড়ক দিয়েই প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ, রোগী ও সাধারণ পথচারীরা যাতায়াত করেন।

কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ না থাকায় ভোগান্তি বেড়েই চলেছে। ব্যবসায়ীরাও জানিয়েছেন, রাস্তায় কাদা-পানি জমে থাকার কারণে ক্রেতারা দোকানে আসতে অনীহা প্রকাশ করছেন, এতে ব্যবসায় ক্ষতিও হচ্ছে।

ভাই ভাই সেনেটারী এন্ড ডোরস এর সত্ত্বাধিকারী মোঃ জহিরুল কাইয়ুম বলেন, প্রতিদিন কাদার কারণে দোকান পরিষ্কার করতে হিমশিম খেতে হয়। ক্রেতারা আগের মতো আর আসে না। আমরা অনেকবার অভিযোগ করেছি, কিন্তু সমাধান হয়নি।

এলাকাবাসীর দাবি, ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা এবং রাস্তার পুনর্নির্মাণ বা সংস্কার করা। এই সড়কের এমন বেহাল অবস্থা শুধু ভোগান্তিই নয়, কংশনগর বাজারের সৌন্দর্য এবং সুনামকেও ক্ষুণ্ণ করছে।

স্থানীয়রা জানান, এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে বর্ষা মৌসুমে দুর্ভোগের মাত্রা ভয়াবহ আকার ধারণ করবে।

বুড়িচং উপজেলা কর্তৃপক্ষের প্রতি জোরালো দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে জনগণের এই দীর্ঘদিনের কষ্ট লাঘব করা হোক।