Crime News tv 24
ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় গৃহবধূ মুক্তির ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার।

মোল্লা জাহাঙ্গীর আলম /ভ্রাম্যমাণ প্রতিনিধি:-
সেপ্টেম্বর ১, ২০২৫ ১২:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনার তেরখাদা উপজেলায় পারিবারিক কলহের জেরে তাহেরা জান্নাত মুক্তি (২০) নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে।

রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তেরখাদা উত্তরপাড়া এলাকায় স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত মুক্তি মাদারীপুর জেলার বাসিন্দা।

তিনি তেরখাদা উত্তরপাড়া গ্রামের মো. আল মাহিন মোল্লা সবুজের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় পারিবারিক কলহের পর মুক্তি নিজ ঘরের দরজা ও জানালা বন্ধ করে দেন। পরে চালের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেন বলে ধারণা করা হচ্ছে।

দীর্ঘ সময় সাড়া না পেয়ে শ্বশুর-শাশুড়ি খোঁজ নিতে গিয়ে তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।খবর পেয়ে তেরখাদা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, “ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে।

প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে হচ্ছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।