ভোলা সদর উপজেলা যুবদল সদস্য সচিব বেলালের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে।
শনিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি বাজারে এ ঘটনা ঘটে।
অভিযোগকারী ধনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইসহাক ফরাজী জানান, “রাত সাড়ে ১০টার দিকে আমি তুলাতুলি বাজারে চা খাচ্ছিলাম। এসময় উপজেলা যুবদলের সদস্য সচিব বেলালের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল আকস্মিকভাবে আমাকে ঘিরে ফেলে এবং বেলাল নিজেই প্রথমে আমাকে লাথি, ঘুষি ও থাপ্পড় মারে। এরপর তার সঙ্গে থাকা লোকজনও আমাকে নির্দয়ভাবে মারতে থাকে।”
ইসহাক ফরাজীর অভিযোগ, বেলাল উপজেলা যুবদলের সদস্য সচিব হওয়ার পর তাকে বিভিন্ন স্থানে ব্যানার, বিলবোর্ড ও ফেস্টুন টানানোর জন্য চাপ দিয়েছিলেন। কিন্তু তিনি তা না করায় বেলাল ক্ষিপ্ত হয়ে এ হামলার ঘটনা ঘটাতে পারেন বলে তিনি মনে করছেন। এছাড়া বেলালের “উশৃঙ্খল আচরণ ও নেতাকর্মীদের অসম্মানজনক কথাবার্তা”র কারণে বিএনপির স্থানীয় পর্যায়ের অনেকে তার সমালোচনা করে আসছিলেন। এসব কারণেও তিনি প্রতিহিংসা থেকে এ ঘটনা ঘটাতে পারেন বলে অভিযোগ করেন ইসহাক।
তিনি আরও বলেন, “আমি বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতাদের অবহিত করেছি। তারা যেন ঘটনাটি খতিয়ে দেখে বেলালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।”
অভিযোগের বিষয়ে উপজেলা যুবদল সদস্য সচিব বেলালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
–