মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা (প্রতিনিধি):-
ভোলাহাট উপজেলার ৩ নং দলদলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রাস্তার বেহাল অবস্থা দেখে একটা সমসাময়িক বিষয় নিয়ে খুব জল্পনায় ও কল্পনায় ভুগছে বটতলা গ্রামবাসী ।বিষয়টি হচ্ছে আপনার ভোলহাট উপজেলাধীন ৩ নং দলদলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আওতাভুক্ত বটতলা গ্রাম।
বটতলা গ্রামে প্রায় ৬০০ শত ঘরবাড়ি রয়েছে। এখানে প্রায় ১৭০০ থেকে ২০০০ লোকের বসবাস এই গ্রামে। এই গ্রামের মধ্য দিয়ে খাসপাড়া নামক স্থান রয়েছে সেখানে প্রায় ৭০ টা ভূমিহীন এর জন্য সরকারি অর্থায়নে নির্মিত ঘরবাড়ি রয়েছে।
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অতিবৃষ্টি হলে এই স্থানে প্রায় ৩০০ মিটার রাস্তা কাঁদাতে পরিপূর্ণ হয়ে যায়। এর ফলে গ্রামবাসীর চলাচলে অসুবিধা হয় এমনকি এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত প্রায় ১০০ জন ছাত্রছাত্রী পার্শ্ববর্তী মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অধ্যায়ন করিতে যায় ফলে তারা এই বর্ষার মধ্যে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এমতাবস্থায়, অনতিবিলম্বে ইউএনও স্যার আপনি আপনার উপজেলা প্রশাসন ভোলাহাট এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এর মাধ্যমে যদি রাস্তা টি মেরামত করে দিতেন তাহলে জনসাধারণের চলাচলে সুবিধা হতো। সেখানে কয়েক টলি ভাংরি ইট কিংবা খোয়া বা রাবিশের ব্যবস্থা করে দিতেন তাহলে গ্রামবাসী আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকত। মহোদয়ের নিকট বিষয়টি নজর দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।