শিক্ষা জাতির মেরুদণ্ড, মান সম্মত শিক্ষা ব্যবস্থা বলবৎ রাখতে বাংলাদেশ সরকারের নানান পরিকল্পনা রয়েছে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র – ছাত্রীদের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য প্রতিটি বিদ্যালয়ে শিক্ষক এবং অভিভাবকদের সম্মনয়ে গঠিত হয়ে থাকে বিদ্যালয় পরিচালনা পরিষদ, ঠিক তেমনিভাবে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মদনখালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রীনগর উপজেলার গরিব দুঃখী অসহায় হতদরিদ্র মানুষে প্রান ভমরা মদনখালী গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বাহারুল ইসলাম (বাহার)।
দির্ঘদিন মদন খালী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে কেন্দ্র করে মদনখালী এলাকাতে গ্রুপিং রাজনীতি চলমান রয়েছে, সেই গ্রুপিং রাজনীতিকে বিদায় জানিয়ে মদনখালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র – ছাত্রীদের অভিভাবকদের সিদ্ধান্ত মোতাবেক ১৯-৫-২৫ তারিখের আবেদনের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ০১-০৬-২৫ ইংরেজি তারিখ এর সাক্ষরিত সারকে মদনখালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
এদিকে মদনখালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদে মোহাম্মদ বাহারুল ইসলামকে সভাপতি করায় মদনখালী সহ শ্রীনগর উপজেলা জুরে দল মত নিরবি শেষে সকল শ্রেনী পেশার মানুষের মাঝে আনন্দের উল্লাস বইছে।
এ বিষয়ে কয়েকজনের সাথে কথা বলে জানা যায় দির্ঘদিন শ্রীনগর উপজেলার মদন খালী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে মোহাম্মদ বাহারুল ইসলাম রয়েছে তিনি নিয়মিত ছাত্র ছাত্রীদের খোঁজ খবর নেওয়া এবং বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে বেশ ভূমিকা রেখেছেন। আবারো নতুন সভাপতি হিসেবে আবারো মো: বাহারুল ইসলামকে সভাপতি নির্বাচিত করা হয়েছে,আমরা মনে করি একজন যোগ্য লোকের কাছে বিদ্যালয়টি পরিচালনা করার দ্বায়িত্ব দেওয়া হয়েছে। নিশ্চয় তিনি মদন খালী উচ্চ বিদ্যালয়টি অন্যদের থেকে ভালো ভাবে পরিচালনা করতে পারবে বলে আমরা মনে করি।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর সারক মূলে জানা গেছে
বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা এস.আর.ও নং- ৭৩-আইন/২০২৪-এর ৬৪(১) ধারা অনুযায়ী নিম্নলিখিত সদস্যবৃন্দ সমন্বয়ে গঠিত মদনখালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি পত্র ইস্যুর তারিখ থেকে ০৬ (ছয়) মাস পর্যন্ত বলবৎ থাকবে।
মদনখালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিতে সভাপতি হিসেবে স্থান পেয়েছেন মোহাম্মদ বাহারুল ইসলাম, সাধারণ শিক্ষক সদস্য মোহাম্মদ শাহজামাল,অভিভাবক সদস্য মোয়াজ্জেম হোসেন, এবং মদনখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব হিসেবে মনোনিত করা হয়েছে।
এ বিষয়ে মদনখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও শ্রীনগর উপজেলা বিএনপির উন্নতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বাহারুল ইসলাম বাহারের সাথে প্রতিবেদকের কথা হলে তিনি বলেন, এর আগেও আমি এই বিদ্যালয়ের সভাপতি ছিলাম এবং এবারো আমাকে সভাপতি হিসেবে স্থান দেওয়া হয়েছে, মদনখালী উচ্চ বিদ্যালয়টির দ্বায়িত্ব নেওয়ার পর থেকেই বিদ্যালয়টির শিক্ষক শিক্ষার্থী সহ বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে নিখুত খাবে কাজ করেছি, সামনের দিন গুলোতে ও সকলের মতামতের ভিত্তিতে মদনখালী উচ্চ বিদ্যালয়টি পরিচালনা করতে পারবো বলে আশা রাখি,এবং আমাকে আবারো মদনখালী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে মনোনিত করায় বিদ্যালয়টির পরুয়া সকল অভিভাবক অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ সকল গ্রামবাসীকে ধন্যবাদ জানাই।

                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
								                                                                                    
                                    