Crime News tv 24
ঢাকাবুধবার , ২ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের রামপালে পানিতে ডুবে শিশু ও নারীর মৃত্যু

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।
এপ্রিল ২, ২০২৫ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের রামপালে পুকুরের পানিতে ডুবে এক শিশু ও এক নারী মারা গেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর গৌরম্ভা গ্রামে। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২ টায় গৌরম্ভা গ্রামের বিপ্লব অধিকারীর ৭ বছরের ছেলে অসাবধানবশত তাদের নিজেদের পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। এ সময় চুয়াডাঙ্গা জেলা সদরের সরোজগঞ্জ গ্রাম থেকে বেড়াতে আসা সুকুমার অধিকারীর স্ত্রী গীতা রানী (৪৫) ওই শিশুকে উদ্ধার করতে পানিতে ঝাপ দেন। পুকুরের পানিতে গভীরতা থাকায় গীতা রানীও পানিতে ডুবে যান। বাড়ির মানুষ ঠিক পেয়ে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় পল্লি চিকিৎসক লুৎফর রহমানের কাছে নিয়ে যায়। ওই চিকিৎসক প্রাথমিক পরীক্ষা শেষে উন্নত চিকিৎসার কথা জানালে পরিবারের সদস্যরা তাদের খুমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। এ ঘটনায় ওই পরিবারের শেকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে রামপাল থানার ওসি মো. সেলিম রেজার কাছে জানতে চাইলে তিনি মর্মান্তিক ওই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়ায় তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।