শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে দেশ ও বিদেশ অবস্থানরত সকল সনাতন ধর্মাবলম্বীদের কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পূবাইলের মাটি ও মানুষের নেতা, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, তরুণ সমাজের আইকন, শহীদ জিয়ার সৈনিক, পূবাইল থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন ভূঁইয়া ।
শুভেচ্ছা বার্তায় মোঃ আরিফ হোসেন ভূঁইয়া বলেন শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে জাতি, ধর্ম ,বর্ণ নির্বিশেষে সবাই একসাথে বসবাস করে আসছে। বিভিন্ন ধর্মীয় উৎসবের মাধ্যমে আমাদের নিজেদের মধ্যে ভাতৃত্ব প্রেম জাগ্রত হয়। আগামী সংসদ নির্বাচনে তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষ প্রতীকে।
সর্বশেষে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।