Crime News tv 24
ঢাকাশুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

খাসকররা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেন

শিপন বুলবুল খাসকররা প্রতিনিধি
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়ন বিএনপির  পক্ষ থেকে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে।

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে খাস কররা নৃত্যর মোড় থেকে একটি শোক মিছিল বের হয়ে খাস কররা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খাস কররা ফুটবল মাঠে। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

খাসকররা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ, বক্তব্য বলেন,আমাদের জাতীয় জীবনে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।একুশ মানে মাথানত না করা। দীর্ঘ ১৬ টি বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আজকের এই দিনটি আমরা পেয়েছি, তাই শান্তিপূর্ণভাবে আজ আমরা এখানে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করতে পেরেছি। এখনো বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের পেতাত্তারা বিদায় নেয়নি। বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিকেরা কখনো মাথা নত করে নাই, যতই ষড়যন্ত্র আসুক না কেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিকেরা কখনোই মাথানত করবে না, সমস্ত ষড়যন্ত্রের জালকে  বিচ্ছিন্ন করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চাই।

এই সময় উপস্থিত ছিলেন খাসকররা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক রাজা, ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সভাপতি আব্দুস সাত্তার, ইউনিয়ন বিএনপি’র সিনিয়র রাজনীতিবিদ আনসার আলী। খাসকররা ইউনিয়ন কৃষক দলের সভাপতি ফারুক হোসেন। মৎস্য দলের সভাপতি কাজী পিন্টু । খাসকররা ইউনিয়ন যুবদলের সভাপতি সাফায়েত হোসেন । আর উপস্থিত ছিলেন খাসকররা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর হোসেন ও সদস্য সচিব বুলবুল আহমেদ শিপন, সাংগঠনিক সম্পাদক সাঈদ শামীম চাঁন,ও সাগর খাস কররা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাসিম পারভেজ। ছাত্রদলের সদস্য সচিব রমজান আলী বিপ্লব। অত্র ইউনিয়ন বিএনপি’র সকল নেতাও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।