Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

হোটেলের চুলা থেকে আগুন, নেভাতে গিয়ে ফায়ার ফাইটার ও রেড ক্রিসেন্ট যুব সদস্য আহত

মোঃ হাছিবুর রহমান (পটুয়াখালী প্রতিনিধি)
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালী শহরের চরপাড়ায় হোটেলের চুলা থেকে আগুন লেগে ১৭ টি বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে চরপাড়া মাদ্রাসার পাশে ভাতের হোটেল এ ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে কামরুজ্জামান নামে এক ফায়ার সার্ভিসের সদস্য ও পটুয়াখালী জেলা রেড ক্রিসেন্ট ইউনিট এর যুব সদস্য আকাশ ও শহিদুল আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে চরপাড়া মাদ্রাসার পাশের হোটেলের আগুনের সূত্রপাত হয়। কিছু বুঝে ওঠার আগেই দ্রুত ছড়িয়ে পড়ে।

পটুয়াখালী জেলা রেড ক্রিসেন্টের যুব প্রধান জানায় , দুপুরে আগুনের খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাথে যুব রেড ক্রিসেন্টের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। কাজ করতে গিয়ে একজন ফায়ার ফাইটার আহত হয়েছেন এবং রেড ক্রিসেন্ট এর দুই জন যুব সদস্য আহত হয়ে। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপণ করা হচ্ছে। প্রাথমিকভাবে ১৪ টি বসতঘর ও তিনটি দোকানঘর পুড়ে গেছে বলে জানা গেছে